Khoborerchokh logo

করোনায় মারা গেলেন স্কয়ার হাসপাতালের পরিচালক ডা.মির্জা নিজাম উদ্দিন 132 0

Khoborerchokh logo

ফাইল ফটো,ডা.মির্জা নাজিম উদ্দিন



রনি আহম্মেদ
করোনা ভাইরাস জনিত কোভিড(-১৯) রোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিক্যাল সার্ভিস), সিনিয়র কনসালট্যান্ট ও আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন মারা গেছেন। গতকাল রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ডা. নিরুপন দাস বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। স্কয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা যায়, ডা. মির্জা নাজিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে পাস করেন। সবশেষ তিনি স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও আইসিইউ ডিরেক্টর (মেডিক্যাল সার্ভিস) হিসেবে কাজ করে আসছিলেন। তিনি বিএমএর সদস্যও ছিলেন।

বিষয়টি খবরের সময়   অনলাইনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) আহ্বায়ক  ডা. নিরুপন দাস। তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মির্জা নাজিম উদ্দিন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রবিবার বিকেল ৩টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com